আমি অধম নালায়েক নির্বোধ জগতের দুমুঠো অন্ন ধ্বংস করে
আল্লাহর দেয়া স্বীয় ক্ষমতার মাঝে আশীর্বাদপুষ্ট হয়ে  
নীরবে লিখে চলেছি মানুষের কথা, মানবতার কথা।
মাঝে মাঝে জীবনের প্রতি বিরক্তির বেশে অক্ষরে শুভ্রতা জাগে
হাসি ঠাট্টা তামাশার মাঝেও সত্যের চিরাগ নিবু নিবু জ্বলে
মানসিক ধৈর্যচ্যুতির আলোয় হতাশার মূল্য খোজে জীবন।
তবুও ঘোর অমানিশার অন্ধকারে মনের মাঝে আলোর শুভ্রতা জাগে
দেহ-মন-প্রাণ কায়মনোবাক্যে আল্লাহর নিকট ভিক্ষা মাগে
জীবন সংসার শূন্যতা সবই এক হয়ে যায় অভিব্যক্তির অনন্য চূড়োয়।