এত সুর এত আয়োজন
ভালোবাসা আমরণ ,
আনন্দ আবেশে
দুঃখ কষ্ট যন্ত্রণার নিদারুন আভরণ ।
তবুও বিষের বাঁশি শুনে
যৌবনের আগুনে জীবনের আত্মাহুতি গুনে  
ব্যাথিত হয়েছি মোরা মানবতার তপোবনে ।
কেটে গেছে ক্লান্তির ডামাডোল
সুললিত ঝর্নাধারায় নির্মল নিষ্কলুষ হয়েছে হৃদয়
সত্যের অন্নেষণে সারথি হয়েচ্ছে বলিষ্ঠ মন ।
আবারো অজেয় অমর মহাকাব্য পড়ে
দুহাতে রঙিন জীবনের নকশা গড়ে
আমরা অচিরেই হারিয়ে যাচ্ছি
বিমুগ্ধ বিস্মিত সভ‍্যতার  বুকে
নিদারুন চোখে ।