বলতে চেয়ে ছিলাম
তোমার পথ আটকে কোথায় যাবে তুমি?
বলতে চেয়ে ছিলাম
তুমি সুন্দর! তুমি ছাড়া অপূর্ণ এ ভূমি।
খুব কাছ থেকে তোমাকে
এমন ভাবে তোমার সবকিছুই খুটে খুটে দেখছি
তোমাকে বলতে চেয়েছিলাম
তোমার সবকিছু নিখুঁতভাবে হৃদয় পটে লিখছি।
তোমার বর্ণনা কিভাবে দিবো বল?
তোমার
আইলাইনার মাশকারা চোখ , আইসেডো
মসৃন তুলতুলে কপোলে, কপোল স্যাডো
বাউন সহ রিবোনডিং করা চুল
চুলের সাথে ম্যাচ করা বড় বড় দুল।
শাড়ির পাড়ে চক চক বিচ্ছুরিত আলো
আঁচল টেনে পাপাজ্জিদের হৃদয় জ্বালো।
হাতের বাহু বেয়ে ব্যাগ কোমরে ঝুলানো
ভ্যনেটি ব্যাগের পরতে পরতে মুক্তা বসানো।
ক্রস পায়ে ছন্দে চলা উৎফুল্ল তোমার মন
রিংটন বাজার সাথেই বাহির করলে আইফোন।
দারুণ ভঙ্গিতে রিভিভ হলো ,বললে" হ্যালো"
কে বলছেন প্রিজ? আহা! দারুণ "হ্যালো"।
বলতে চেয়ে ছিলাম
তোমার পথ আটকে কোথায় যাবে তুমি?
সাহস জুটল না
নস্যি আমি, এধরায় তুমি অনেক দামি।
প্রকৃতি, তুমি মিশে সৌন্দর্যে একাকার পরিপূর্ণ
সৈকত পাড় আজ যেন তোমার চলায় ধন্য।
কথার ফাঁকে ফাঁকে তোমার গগন ফাঁটা হাসি
তোমার মতই তুমি হাসো যাতে না হয় বাসি।