ক্লোন মানব শিশু,মানব অনুভূতির রোবট
মানুষ নিত্য নতুন আবিষ্কারে বাঁধিছ জোট।
দূর পাল্লার মিশাইল, অদৃশ্য যুদ্ধ বিমান
নিমিষেই ছুটছে আলোর গতির রকেট যান।
মুজুত করছো বোমারু বিমান, মারণাস্ত্র
আবিষ্কার করছো কত শত গ্রহ নক্ষত্র।
উচ্ছ্বসিত মঙ্গল গ্রহে করবে বসবাস
নিমগ্ন চিত্তে ভাবিছো হাজারো মাস।
আবিষ্কার করছো পৃথিবীর বাইরে পৃথিবী
কেপলার ৯সি, কেপলার ৪৫২ বি।
মোবাইল ফোরজি টু ফাইভ-জি
এমন কি ফোর ডাইমেনশন ই. সি. জি।
মানুষ তুমি আবিষ্কার করে হয়েছো ভূষণ
এক বারো কি ভাবছো? পৃথিবী করছো দূষণ।
দূষণ করছো আলো, বাতাস, বায়ু মাটি
এবার ভাবো! প্রকৃতি কিভাবে থাকবে খাঁটি।
যেথায় বাসকরো তাতে যদি না দাও মনোযোগ
ভারসাম্য রক্ষায় তৈরি হবে নিত্য নতুন রোগ।
নতুন প্রজন্মরে যদি দিতে না পারো সুন্দর পৃথিবী
সৃষ্টির সেরা বুদ্ধিমান মানুষ হয়ে কি জবাব দিবি?