ভেলে ক্ষুন ধরে মুই চৌকা পাহাড়ত আছু বসে
আসুক ময়না তারপর দিম গাইল একখান কষে।
ওয় অসে মোর সঙ্গে কি করিবে  
সেইলা মুই  মনডাতে  ভাবেছু
অসিবা চাহে এলাও আসিল নি তার তানে
এপাখায় ওপাখায় ছাবেছু।

যেঙ্গরে হোক আইজ ওয় মোর সতে করিবেই দেখা
চৌকা পাড়ের ধারত লুকায় রাখা চিঠিখানত লেখা।

মনডাত ভাবেচু মোর ময়না
ডগড়া ডগড়া চোখলাত কাজল
ঠোঁট লাত লিপস্টিক
হাত পা র নখগুলাত মেহেন্দি
হাত ত চুড়ি, পা তে নুপুর পড়ে
কোমর দুলায় চুপ চুপ করে অসিবে।
মুখখানত কাঁচা হলুদ
কোকড়া চুল গুলা বেনি করে
মনডাত রং,খিল খিল করে হাসিবে
হঠাৎ করে
পিছন পিখায় মোর চোখ দুইডা বন্ধ করে
চমকায় দেহেনে পাশ্বত ওসে বসিবে।

মেলা থেকে তার তানে ধরে আইচ্চু মুক্তার মালা
নিজের হাতে পড়হাম আহারে মনডা বড়ই উতালা।
রহিতে রহিতে বিকাল শেষ, হইল আইতের  বেলা
কি কহিম তাহ আসিল নি  ময়না মোর এলা।
ময়না তুই  কি খেলাল মোর সতে নিঠুর খেলা
সেলা থেকে কামড়ায় খাইল সালার মশালা।
এ আলে ও আলে ঘর হতে বাহিরতো  হবা পারিস
খুব কষ্ট হলে মোক ইচ্ছা মতো না হয় জারিস।
মুই ছাড়া অন্য কাহারো সঙ্গে ভালবাসা হইছে নাকি
যদি হয় মুখামুখি কহেক, কেনহে দেসিস ফাঁকি।
ময়না মোর আসিবা চাহে ফাকি দিলো কিছু কাল
ময়নার বাপ কহে তোক যদি দেখু তুলেনিম ছাল।
তোর তানে ময়নাক তাড়াতাড়ি দিছু মুই বিহা
সরকারি অফিসে চাকিরি জিবি জামাইক দিয়া।
একি লুকায় দেখেচু ময়না স্বামীর সতে আছে বেশ
মুই বোকা ময়নার তানে অপেক্ষা করে হইচু শেষ।
আর ভালবাসা বাসিম নি হবে প্রতিশোধের  পালা
ময়না তোক মুই বুঝায় দিম অপেক্ষার কি জ্বালা।

(বি. দ্র. আমার স্থানীয় ভাষা)