বরই পাতার গরম জলে
লোক চক্ষু আড়াল করে
সুগন্ধি সাবানে
করব আমি গোসল।
সাদা কাপড় জড়িয়ে
আঁতর গোলাপ মেখে
নতুন সাজে সাজবো আমি
হবো চির নবীন।
চারপাশে পড়শী স্বজনেরা
করবে ভীড়।
দেখে আমি হবো না অস্থির।
শান্ত হবো, হবো বুদ্ধিতে প্রবীণ
অন্ত চোখে দেখবো সবাইকে
বুঝতে দিব না কাউকে।
চুপি চুপি শুনবো আমি
কে পড়লো ছাড়া।
ভালো-মন্দ গুঞ্জনে
পাড়ায় পড়বে যেন সারা।
কান পেতে শুনবো আমি
কান্নার শোরগোল
একে একে দেখবো আমি
আমায় কি করছে তারা।
আমার সকল আশা
আজ গেল বুঝি ভেস্তে
কেউ আমাকে ছুইছে না।
যে আমার পাশে ছিল সেও না।
করোনায় আক্রান্ত আমি লাশ
আমি একা বড়ই একা।

বি.দ্র. আমার এই লাশের আর্তনাদ কবিতাটি করোনা শুরুর দিকে যখন কেউ করোনায় আক্রান্ত মারা গেলে তার কাছে কেউ যাচ্ছিল না লাশ পরে ছিল, দাফনের কেউ নেই।সেই লাশের যে আকুতি তা তুলে ধরেছিলাম।