মুই যেলা ছোট ছিনু জানুনা মুই কোনডা পহেলা বৈশাখ
বিষুয়া তুই কোনডেহে গেলো মনডাতে আইজ খুঁজি তুমাক।

বিষুয়ার  আগের দিন হামার এত্তি নাম হইল সিরুয়া
খড় গড় দিয়া বুড়া বুড়ী বেনাতো নয়া নয়া পিরুয়া।

সিরুয়ায় আঙ্গিনা, সুল্কিবাড়ি গোবর দিয়া নেপি
মুছেকুছে ঝকঝক, ময়লা করিলে বেটিছুয়ালা যায় ক্ষেপি।
এইলা করিলে হামার সবার বাড়ির জসবাফা আসিবে
চাইরদিক রমরমা উৎসব পাড়াগেনা আনন্দে ভাসিবে।

ছোট, আলু,বুট আলোয়া চাউল মিশল করে  আন্ধি
ছুয়ালা সবাই খুড়িত নেহেনে খাইতে খাইতে দল বান্ধি।

হামরা বাঁশ বাড়িত বাঁশ গারি, গাোড়াত মাটি দিই
আইজ সবাই মিলে মাছ মারি , শিকার করার স্বাদ নেই।

দোকানদ্বার হালখাতা কইছে বাকী শোধ করিবা হবেই আইজ।
মেলাদিন হতে টাকা যোগাড় করে হালকাতা খায়হেনে করি বাইজ।
বাড়ির পাশ্বত নদীর ধারত ফাঁকা মাঠত বসতো চরক মেলা
হামরা মুসলমান ছুয়ালাও যাইহেনে গুড্ডি কিনে করিছিনো খেলা।
(বি. দ্র. আমার স্থানীয় ভাষায় লেখা এই কবিতাটি দুইটি যৌথ গ্রন্থে এ প্রকাশিত হয়েছে। )