রাতের রং কালো
দেখবো মোরা
নতুন দিনের আলো।
কাগজের রং সাদা
একে অপরকে মোরা
ছুড়বো নাতো কাদা।
সূর্যের রং লাল
তিলকে মোরা
করবো নাতো তাল।
আকাশের রং নীল
কথা কামে
রাখবো মোরা মিল।
বেগুনের রং বেগুনি
মনদিয়ে মোরা
গুণীদের কথা শুনি।
মেঘেের রং আকাশি
দেশকে মোরা
হৃদয় দিয়ে ভালবাসি।
পাতার রং সবুজ
কাজের আগে
করবো মোরা বুঝ।
টিয়ার গায়ে হলুদ রং
ঘৃণা করবো মিথ্যাকে
যতই ধরুক ভং।