যা ঘটছে ঘটুক, তাতে কার কি?
কোনো দায় নেই?
না আমার  ; না তোমার ;
আমি নিশ্চুপ! আমার কন্ঠ রুদ্ধ ?
আমি ধীরে ধীরে প্রবীণের দিকে;
তুমিও কি নিশ্চুপ থাকবে? হে নবীন
তোমারও কন্ঠ কি রুদ্ধ?
কথা বলবেনা? তুমি
ধীরে ধীরে যেভাবে  নিজেকে গুটিয়ে ফেলছো?
ঠিক আমার মতো করেই
আমি যেমন নিবুনিবু প্রদীপের মতো বেঁচে আছি ;
আমার বেঁচে থাকা ;
বলতে পারো? জীবন্ত লাশ।
ঠিক আমার মতো করেই
তুমি কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ?  হে নবীন !
উদ্মাদনা হারিয়ে যাওয়া
আমার স্বাভাবিক ?
আমি তো নবীন নই? তুমি
তো নবীন,
তোমাকে তো মানায় না!
একেবারেই না।
তোমার চুপ থাকা সমাধান হতে পারে না?
তোমার মৃত্যু হলে তুমি কি? পরিত্রাণ পাবে!
কখনোই পাবেনা!
মৃত্যুর পূর্বে
মৃত্যুকে আলিঙ্গন ;
তোমার ধর্মে নেই।
তোমার পরিত্রাণ নেই?
তুমি নবীন,তুমি চির সবুজ ;
তোমার সৌন্দর্য তোমার চিৎকারে ;
তোমার সৌন্দর্য তোমার উদ্মাদনায় ;
তোমার বসবাস হবে সিংহের সাথে ;
তোমার সৌন্দর্য তোমার গর্জনে;
যতক্ষণ তুমি বেঁচে আছো?  
চিৎকার করো! হুংকার ছাড়ো!
দিকবিদ্বিক ছুটে চলো!
পরাজয় কে লাথি মারো!
জীবন্ত লাশদের টেনে তুলো!
হে নবীন,
তবেই তোমার মুক্তি!