বেঁচে থাকার জন্য উত্তম, সোজা পথ
টিকে থাকার জন্য মোটেই নয়।
জ্ঞানের জন্য ভিন্ন পথে চলো!
পথ চলতে -
যদি অমাবস্যা আসে আসুক;
ঘন নিরবিচ্ছিন্ন ঘুটঘুটে অন্ধকারো হয় হোক;
ভয় নেই ,তবু চলো
সবাই কে বলছি না, সবার জন্যও না।
কিছু সংখ্যক কে বলছি?
যে পথে বারণ, সে পথে আসো!
নিষিদ্ধ পথে নিজেকে খুঁজো!
ডুব দাও, নিষিদ্ধ সাগরে ;
গভীরে যাও,আরো গভীর ;
সাঁতার কাটো ভিন্ন পথে; ভিন্ন মতে;
নিজেকে খুজো ? খুঁজো! আমি কে?
কি আমার পরিচয়?
যে পথে আসছো,সে পথে নয়?
চির চেনা পথেও নয়,
উত্তরাধিকার পথেও নয়।
ভিন্ন পথে নিজেকে চিনো!
ডানে নয়, বামে দেখো?
পরিভ্রমণ করো!নিষিদ্ধ পাপের রাজ্যে
খুঁজো!ভালো করে খুঁজো! যদি কিছু পাও!
সব দেখা শেষ;
অতঃপর, এবার কঠিন পরীক্ষা;
বিভেদ কর,কোনটা সত্য, কোনটা মিথ্যে
সব মিথ্যা ছুড়ে ফেল!
বেছে নাও! তোমার কাছে যা চিরসত্য।