সাম্প্রদায়িক ন, আমি অসাম্প্রদায়িক
বুঝিনা মুসলিম হিন্দু বৌদ্ধ ইইুূদি খ্রিস্টান
সষ্ট্রার  সৃষ্টি আমি, সৃষ্টির  মহীয়ান
জাত পাত তুচ্ছ করে গাই তাঁরই গান।

গজব বলে যারা দেয় আমায় অপবাদ
কেবল-ই আমি স্রষ্টার সৃষ্টি
নির্বোধ, মূর্খরে ধিক্কার দিয়ে বলি
আমি ন গজব, ন অভিশাপ।

যুগে যুগে সষ্ট্রা আমায় পাঠিয়ে
মানবজাতির  মোচন  করেন পাপ।
আমি এসেছি দ্বিধা- দ্বন্দে  লিপ্ত
মানবজাতিরে করবো ঐক্যবদ্ধ।

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ  নামের
অমানুষ রে দিব মনুষ্যত্ব।
ঈসৎ আগমনে পৃথিবী প্রকম্পিত
অযথা আমার ভয়ে হও ভীত।

ক্ষমতা ন আমার, ক্ষমতা তাঁর
আমারে অপরাধী করে অমোঘ  বুঝা ভার।
সষ্ট্রার সৃষ্টি আমি,সৃষ্টির মহীয়ান
জাত পাত তুচ্ছ  করে গাই তাঁরই গান।

(বি.দ্র. করোনা শুরুর  দিকে করোনা কে নিয়ে নানা ধরনের কথা বলা শুরু করেছিল তখন এ কবিতা লিখেছিলাম। তারিখ -০১/০৪/২০২০ইং)