তুমি যেটাকে সত্য ভাবছো ?
আদৌও কি তা সত্য?
আর তোমার কাছে  যেটা মিথ্যা?
আমার কাছে না হতেও পারে?
হতে পারে তোমার মিথ্যা,
আমার কাছে এক অন্যরকম সত্য।
আকাশের তাঁরা গুলোর  দিকে তাকাও? খুব ক্ষুদ্র, আদৌ কি তা?
রাতে চাঁদের আলো জ্বল জ্বল করছে?
একবারো কি ভেবেছো? সে  অন্যের আলোয় আলোকিত?
যা সাদা দেখি, আদৌ কি তা সাদা? সেখানে
লাল, আসমানি ও সবুজের সমান উপস্থিতি ;
যা কালো দেখি, আদৌ কি তা কালো?
সত্যি টা আলোর অনুপস্থিতি ;
তোমার কাছে যেটা পাপ
আদৌ কি তা পাপ,
আমার  কাছে হতে পারে পূন্য।
পাপীর চিন্তা যদি স্রষ্টার সৃষ্টি মানবসেবায়
নিমগ্ন হয়-
সে পাপীকে  কোন অর্থে পাপিষ্ঠ বলবে?
আর যদি  সাধুর চিন্তায় স্রষ্টার সৃষ্টি মানুষের তাচ্ছিল্য  হয়-
তাকে কিভাবে সাধু বলবে?
সাধু প্রদর্শনে কি হয়?
আমার তো মনে হয়, না!
যদি না সাধু পবিত্রতায় স্রষ্টাকে করে জয়।