ওরে তোরা চুনু কে দেখ আহারে কি যে পাতলা
ব্যাচারি ওর তানে মোর খুব কষ্ট হয়
গতরত শুধু হাড্ডি আর হাড্ডি গোস্ত নাই
তাহ ওর শক্তি, হাফসেনা বাপরে মনডাত এইলা কি সহ্য হয় ।
ওরে তোরা মুনু কে দেখ কি যে বিশ্রী মোটা
ব্যাচারি ওর তানে মোর খুব কষ্ট হয়
গতরত শুধু গোসত আর গোসত হাড্ডি নাই
তাহ ওয় হাসি খুশি বাপরে মনডাত এইলা কি সহ্য হয়।
ওরে সুলু কে দেখ চেহেরাটা একবারে ছিমছাম
ব্যাচরি ওর তানে মোর খুব কষ্ট হয়।
এই টা কোনো কি গতর,না হইল মোটা,না হইল পাতলা
তাহ কাম করে বাপরে মনডাত এইলা কি সহ্য হয়।
ওরে কুলু কে দেখ খাটে খুটে মেলা সয় সম্পত্তি কইছে
ব্যাচারির তানে মোর খুব কষ্ট হয়
সয় সম্পত্তি করে কি লাভ, দুই দিনের দুনিয়া
আরাম আয়েশে খাচে বাপরে মনডাত এইলা কি সহ্য হয়।
ওরে তনু কে দেখ গরীব সয় সম্পত্তি নাই
বেচারির তানে মোর খুব কষ্ট হয়
ওক কাহো সহযোগিতা করিবেন নি যেঙ্গরে মন সেঙ্গরে খাওক
শুনে চু ভালো করে চলিবা চাহেচে বাপরে মনডাত এইলা কি সহ্য হয়।
(বি.দ্র. আমার স্থানীয় ভাষায়)