মানব সমাজে নৈতিকতা মানবিকতা ছন্দ হারা
শূন্যতা হতাশা অস্থিরতা মানব মন দিশেহারা।

প্রকৃতির সাথে মানুষের লড়াই মহা সংকট
জিততে হবে মানবজাতিকে হারলেই বিকট।

প্রভু রাষ্ট্রের কর্তৃত্বই জলবায়ুর পরিবর্তন উষ্ণতা
ছোট রাষ্ট্রের মাশুল গুনতে গুনতে ভোগান্তিা।

পৃথিবী বেসামাল প্রতিশোধের নেশায় প্রকৃতি
অর্থবিত্ত ও প্রতাপ মোহ মানবিকতা টানছে ইতি।

পূর্বে যেমন ছিল,এখন তা নেই, কিছুটা পড়েছে ভাটা
নীতি কথা শোনা, বন্ধুত্ব করা, ভালোবাসা সময় আঁটা।

মানুষ দৌড়াচ্ছে অর্থ ও আধিপত্যের পেছনে
বিবেক বিসর্জন দিয়ে অন্যায়টা করছে গোপনে।

অতৃপ্ত, অশান্ত মন খুঁজছে শুধু নিত্য নতুনত্ব  
স্বভাবটা চাই চাই অল্পতেই থাকবো না তুষ্ট ।

অনীহা সহজ-সরল, সুস্থ সুন্দর জীবন-যাপন
অভিনয়, সারাক্ষণ কাছে থাকে, হয় না আপন।

আমিত্ব ভোগে ভোগের নেশায় বিভ্রান্ত দানব
পৃথিবী ভারসাম্য হারা অদ্ভুত বিপদগ্রস্ত মানব।

মজুদ পারমাণবিক বোমা মুহূর্তেই বিস্ফোরণ
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে না স্মরণ ।

ঝড়, তুফান, ক্ষরা, ভূমিকম্প, মহামারী অতি বৃষ্টি
অদৃশ্য ক্ষুদ্র জীবাণু নিত্য নতুন রোগের সৃষ্টি।

প্রাগৈতিহাসিক যুগ আরো শত শত সভ্যতা
সবকিছুই বিলীন, আছে পড়ে ধ্বংস নাব্যতা।

মানবিকতা,স্রষ্টা সৃষ্টি ভুলে কেবলই যদি হয় ভোগ
জীবন ধারা অন্তঃসার শূন্য অর্থহীন,হবে শুধু শোক।

ন্যায়-অন্যায়, বিশ্বাস-অবিশ্বাস আর বিদ্বেষ দ্বন্দ্ব
মানবতার বীজ রোপণে না থাকুক কোনো মন্দ।

সৃষ্টির সেরা মানুষ প্রমাণ করো তোমার মানবিকতা
হোক সোনার দেশ গঠন, আসুক নব সক্ষমতা।