সৃষ্টির মাঝেই স্রষ্টা প্রতিীয়মান
বেশি দূরে নয়,
তোমার পাশেই দৃশ্য মান।
ভালো করে দেখো!
অদৃশ্য ক্ষুদ্র এককোষী কণিকা
কি বিষয়! সত্যি অবাক!
একটি কোষেই  জীবন জীবিকা।
দুচোখ দিয়ে বিচক্ষণতার সাথে দেখো! সৃষ্টি
কোন সন্দেহ নেই,
শতভাগ ঘুরে যাবে তোমার দৃষ্টি।
অসীম বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে দেখার নেই দরকার
খোঁজে কিছুই পাবে না, কুল কিনারা তার।
মহান সৃষ্টিকর্তা,
পৃথিবীতেই পাঠিয়েছেন নিদর্শন
তার সৃষ্টির
মাঝেই তাকে খুঁজে করো গ্রহণ।
উপলব্ধি করো,
সীমা লংঘনকারীদের ধ্বংস ও পতন
ডেট সী, সহস্র সভ্যতা তার উদাহরণ।
সৃষ্টির মাঝে করো স্রষ্টার সন্ধান
দেখবে সৃষ্টিকর্তা কত মহীয়ান।
পৃথিবীতেই দেখো জান্নাতের নদী ;
চলছে এখনো অবধি ;
ইরাকের ফোরাত নদী;
মিসরের নীল নদ;
তুরস্কের জয়হান, সিহান ;
খুঁজে পাবে আল্লাহ মহান, মহীয়ান।
ভালো করে দেখো উহুদ পাহাড়
নবীর সাথে জান্নাতে স্থান যার।