তোমাকে কোনো দিন দেখিনি, কে তুমি?
আমার পাশে তুমি কেন? দেখতে
তুমি কেমন জানি অদ্ভুত?
তোমাকে দেখে আমার বুক ধরফর করছে?
আমি ভীষণ ভয় পাচ্ছি?
বলো! তুমি কে?
তোমাকে শুধু আমিই দেখছি,
বাকিরা কেন দেখছে না তোমাকে?
তোমার পরিচয় বলো?
হে আমার প্রিয়তমা,
তুমি কি আমার পাশে কাউকে দেখতে পাচ্ছ?
পাচ্ছ না!
তুমি না আমার হৃদয়, তবুও তাকে দেখতে পাচ্ছ না!
হে আমার সন্তান, আমার আদরের সন্তান
আমার কলিজার ধন; বাছা ধন;
তোমাদের জন্য কিনা করেছি;
তোমরা কি দেখতে পাচ্ছ?  পাচ্ছ না!

দেখো! তারা কেউ তোমাকে দেখতে পাচ্ছে না?
তুমি এত অদ্ভুত!
কেবল আমি তোমাকে দেখতে পাচ্ছি;
তোমার পরিচয় বল?

হে মানব,
তুমি আমার নাম শুনেছে?  কোনো সন্দেহ নেই
আমি হুকুম পালনকরি মাত্র
তুমি কি সেই আজরাইল?
হা আমি!
তার মানে আমার মৃত্যু!
না না হতে পারে না
আমি মরতে চাই না? আজরাইল
পৃথিবীর মায়া; আহা! কি মায়া;
আজ আমি বিদ্রোহ ঘোষণা করবো!
এখনই কেন?  আছে তো অনেক বাকি
আমি মরতে চাই না;

দেখো! মানব তুমি মরবেনা
তোমার মৃত্যু নেই!
তৈরি থাক তোমার কৃতকর্মের ফলাফলের জন্য
অনন্তকাল!
তুমি অনন্তকালের জন্য সৃষ্টি।
আমি কথা দিচ্ছি তুমি মরবেনা ? কেবল
তোমার স্থানান্তর?
ধরণীতে তোমার
কেবল দেহের পরিসমাপ্তি।