অবহেলায় অযত্নে বাড়ির কোনো
এক কোণে,
আছু পড়ে সারাক্ষণ তোর ডাস্ট
নেওয়ার তনে।

সাহেব নাক, মুখ বন্ধ করে কয়
ছি ছি দূর্গন্ধ,
কে এখানটাতে বালতি টা রাখল
সে কি অন্ধ।

মনে মনে বলি সাহেব তোর সব ময়লা
টানি আমি,
তোর ঘরদোর আজ পরিস্কার তাই তো
তুই এত দামী।

নিত্য নতুন অতিথী মহাশয়দের
আগমন যখন ঘটে,
আহা! এখানে ময়লা বালতি কেন?
দূর্গন্ধ ব্যাপক বটে।

দূর্গন্ধ দূর্গন্ধ চিৎকার শুনতে হয়,
এইতো মোর নিয়তি,
সেই দূর্গন্ধ সরাতে মোর ব্যাবহার
ছাড়া হয়না গতি।

তারিখ - ০১/০৪/২০২২ইং