সে দিনের কথা মনে আছে?
উচ্চ স্বরে হেসেছিলে?
বার বার নিষেধ? তবুও থামোনি
জিৎ করে আরো উচ্চ স্বরে?
কিছু ক্ষণ হাসলে? অতঃপর কান্না
মনে হয়েছিল
যেন বিরক্তিকর ;
বিরক্তিকর তোমার সবকিছু।
এক কথায় বলতে পারো? তোমার
তীব্র চিৎকার কানের মধ্যে এক তীব্র যন্ত্রণা
আমি নিতে পারছিলাম না, একেবারেই না।
আমি তোমাকে বুঝতে পারিনি, বুঝিনি;
তোমাকে আঘাত করেছি,
তোমার মূল্য বুঝতে পারিনি,বুঝিনি;
উল্টা হাওয়ায় সব যেন তছনছ
কি কারণে আজ তুমি নিশ্চুপ!
কোথায় যেনো হারিয়ে গেছো?
এখন চিৎকার করে বলতে চাই
নিখুঁত তুমি স্রষ্টার সৃষ্টিতে
তোমার চলা;
তোমার উদ্মাদনা ;
তোমার উচ্ছাসিত হাসি;
আনমনে গুণ গুন করা গান;
ওলট পালট, সবকিছু খুব মিস করছি।
শয়নে স্বপ্নে কপি রেখেছি
তুমি আগের মতো হও
তুমি আমার আত্মার আত্মীয়
আজ কোনো বিরক্ত নই আমি
তুমি আসো, ফিরে আসো।
নিমগ্ন চিত্তে তোমার সব শ্রবণ করবো
তুমি ফিরে আসো আগের মতো
কোনো বিরক্ত নই আমি;
বিশ্বাস করো
মায়ায় বুক  ভরা অনন্য এক তুমি ছিলে
অজানারে দারুণ ভাবে আপন করো তুমি ;
তুমি আসো, ফিরে আসো
নিস্পলক  দৃষ্টিতে তাকিয়ে থাকবো
কোনো বিরক্ত নই আমি ;
তুমি যত পারো আমাকে তিরস্কার করো;
আমি এতটুকুও বিচলিত হবো না
তুমি আসো, ফিরে আসো।
নিজেকে বিকিয়ে  নিলাম  হবো
অপরাধী করে বিচ্ছেদ করোনা তুমি
তুমিহীনে এ ধরা যেন নিষ্ফলক ভূমি
তুমি আসো, ফিরে আসো।