আমি কোন জাত? মানুষ
নাকি মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান
জাত ভেদেই এত রক্ত
রক্তের স্রোত
কখনো ফোরাত
কখনো নীলনদ
কখনো জর্ডান নদী
কখনো ভুমধ্য সাগর
কখনো বা গঙ্গায়
কখনো ভারত মহাসাগর
কখনো পদ্মা মেঘনায়
আমি কোন জাত? মানুষ
নাকি মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদী-খ্রিষ্টান
জাতের ভিতরে জাত
রক্তপিপাসু মানুষ খেকো
জাতের অজুহাতেই যায় নিষ্পাপ প্রাণ ;
জাতের ভিতরে জাত
মানুষ কি হবে না মানুষের জাত
জাতের অজুহাতে কখনোই হবে না কি পরিত্রাণ।
হতে পারে নাকি শ্রীলঙ্কার শ্রীপাডায়
রহস্যময় পাহাড়ের মতো;
যেথায় আদমের পদচিহ্ন
কিংবা শিবের পদচিহ্ন
কিংবা বুদ্ধদেবের পদচিহ্ন
পবিত্রতায় অভিন্ন নিদর্শনে সহমহিমায়
ভিন্ন মত থাকুক যতো।
দূর হোক মানুষের রক্ত পানের অনুভতি
জাতি জাতিতে ভেদ নয়
তৈরি হোক মানুষে মানুষে ঐক্য
ছড়িয়ে যাক আদম পাহাড়ের দ্যুতি।