তোমার আকাশে উড়িয়ে দিলাম দুই লাইনের চিরকুট
যেথায় কোনো অভিযোগ নেই আমার
কোনো বিষোদগার নেই আমার
গাজা কিংবা রাফায় হাজারো লাশ
সে জন্য ও কোনো অভিযোগ নেই আমার।
সদ্য ভূমিষ্ট শিশু গুলোর দেহ নিমিষেই ভষ্মিভূুত
তার জন্য ও দুটো লাইন লিখিনি
গর্ভাবস্থায় মা'দের ছুটাছুটি তার জন্যও লিখিনি
আর্তচিৎকারে যখন প্রকম্পিত তার জন্যও না
বিষ বাষ্প ছড়িয়ে সমস্ত বায়ু মৃত্যুপুরী তার জন্য ও না।
সবকিছু ছিন্নভিন্ন ঊধ্ধাকাশে পাখির মতো উড়ছে
তাতেও কোনো অভিযোগ নেই আমার।
কেননা নিশ্চিত আমি
তুমি তোমার মতো করেই তাদের সযত্নে রাখবে
চিরকুটে লাইন দুটি তোমার পানে দিলাম উড়িয়ে
"আজ যারা ধ্বংস করছে
তোমার মত করেই সৃষ্টি করে অত:পর মুক্তিপাক;
যদি তোমার মত করে সৃষ্টি করতে না পারে
বলবো তারা নিপাত যাক, নিপাতযাক।"