তুমি মাথা উঁচু করে দাঁড়াও!
তপ্ত রোদে  তোমার দেহে ঘাম ঝরাও ;
ত্বক তামাটে করে দেহকে বর্ম তৈরি কর ;
তোমার শিরদাঁড়া সোজা করো!
বক্ষ দেশ সোজা করো ;
সীনা টান টান
একবারেই টানটান।
ভয় পেয়ো না! যতই আঘাত আসুক ;
রক্ত যতই গঙ্গায় ভাসুক।
অমানুষের আঘাতে
লাল রক্তে রঞ্জিত হয়ে
নিজের রক্ত পান করো;
অন্যায় অবিচার প্রতিবাদে
রাক্ষসের রুপ ধারণ করো।

মানুষ হয়ে মানুষের অমর্যাদা
মানুষেরই অপমান
চিৎকার করে বল
নিজেরই পরিচয় তুলে ধরো ;
আমরা প্রথমেই মানুষ
তারপর মানুষ; তারপর মানুষ;
অতঃপর, লাল রক্ত মাংসে
তোমাদের মতোই মানুষ।

তুমি মাথা উঁচু করে দাঁড়াও!
তোমার শিরদাঁড়া সোজা করো!
চিৎকার করে বল
মানুষ, আমি মানুষের ই পুঁজি
গাই মানুষের গান।
গাই নজরুলের সাম্য
চাই,মানুষ হয়ে মানুষের প্রাপ্য সম্মান।

তুমি পুড়ো, নিজেকে পুড়ো
মোমের আগুনে নয়;
খড়ের আগুনে নয়;
তুষের আগুনে তিলে তিলে নয়;

তুমি পুড়ো, নিজেকে পুড়ো
কাঠের দাউ দাউ আগুনে;
কিংবা কয়লার উত্তপ্ত আগুনে;
হও জ্বলন্ত মানুষ ;
একেবারে খাঁটি জলন্ত মানুষ।
তুমি মাথা উঁচু করে দাঁড়াও!
শিরদাঁড়া সোজা করে দাঁড়াও!
মানুষের প্রতি অমানুষের আঘাত
তোমার প্রতিবাদে যাক নিপাত।