যত সহজ ভাবো তত সহজ নই
নই আমি ভুয়া।
খুলতে লাগাতে চাই তোমার
দুই হাতের ছোঁয়া।
রাগে যদি কেউ
তোমার শার্টের বোতাম ছিড়ে।
টাকার বিনিময়েও পাবে কি?
তোমার সম্মান ফিরে।
বোতাম বলে ক্ষুদ্র আমি
তুচ্ছ করো আমায়।
আছি বলে মর্যাদা তোমার
সুন্দর ঐ জামায়।
অর্থের বিচারে তোমাদের কাছে
আমার মূল্য অল্প।
সাক্ষী হয়ে জমা রাখি
ভালোমন্দ যত শত গল্প।
প্রয়োজনে খুলো লাগাও
আমি করিনা অভিমান।
ওলট পালট কিছু হলে
রাখবো না তোমার মান ।
(বি. দ্র. লেখার তারিখ : ২৩/১২/২০২৩ ইং)