হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখি
খুলে দিলো  মোর জ্ঞানের আঁখি।
আশ্চর্য ভূগর্ভে কি আছে সবই তার  জানা
অথচ ধরার ফাঁদ জাল দেখতে সে কানা।
সৃষ্টির সৃষ্টি, সৃষ্টিতেই সৃষ্টিকর্তা সুমহান
ক্ষমতা যাকে ইচ্ছা তাকে করেন দান।
জীব,পক্ষীকুল ও জ্বীনের -
ভাষা বুঝতেন হযরত সুলায়মান।
জ্বীনের মাধ্যমে -
বাতাসে উড়িয়ে নিয়ে আসেন বিলকিস এর সিংহাসন;
আলৌকিক পরিবর্তনে -
বিলকিসের অহংকার, অহমিকা করেছেন নির্বাসন।
শিশু ইসমাইলের পায়ের আাঘাতে যমযম কুপ
সৃষ্টির অপরুপ রহস্য বিজ্ঞান এখনো নিশ্চুপ।
আল্লাহর সঙ্গে  
মুসা আ.-এর কথা বলার স্থান
মিশরের তুরে সাইনা এখনো সৃষ্টির সান।
মূসার লাটি মাটিতে রাখলে হত সাপ
ঈসার নবীর হাতে কুষ্ঠ রোগীর রোগ মাপ।
স্রষ্টার মহিমায় ভরা অপরুপ সৃষ্টি
মুজেজায় ঈসা নবী
মৃত ব্যক্তি
ফিরে পেত নতুন জীবন,
অন্ধফিরে পেত তার দৃষ্টি।
মুজেজায় নবী ইউসূফ
খোয়াবের বিবরণ
মিশরের দুর্ভিক্ষ
পূখানুপুঙ্খ, সব সঠিক,
সৃষ্টিকর্তার কুদরতি তে
তার জীবন বেঁচে যাওয়া
এখনো সহমহিমায় সেই কুপ।
আল্লাহর নির্দেশেই
ইউনুস নবীকে মাছ করেছে ভক্ষণ
তার কুদরতিতে মাছের পেটে যায়নি জীবন।
মহানবী (সাঃ) হাজারো মুজেজায়
হাতের ঈসারায়
দ্বিখণ্ডিত চাঁদ,
মেরাজ গমন,
এখনো বিষ্ময়কর বিজ্ঞানকে ভাবায়।