যদি আমার অস্তিত্ব বিচার করো!
ফেলে দাও! আমাকে মহাসমুদ্রে
কিংবা হিমালয়ের পর্বত চূড়াই ফেলে এসো!
অথবা বিশাল সাহারা মরুভূমিতে
যদি পারো! রেখে আসো মহাশূন্যে
আরো যদি পারো! ফেলে আসো!
বিশ্বব্রহ্মাণ্ডের কোনো একটি নক্ষত্রে
আমি অদৃশ্য বিন্দু ছাড়া আর কি?
যদি আমার অস্তিত্বের বিচরণ বিচার করো
ফেলে দাও?কল্পনাতীত ভ্রমান্ডের স্পেসে
যেখানে পৃথিবী ই বিন্দু। আমার অস্তিত্ব
বিন্দু পৃথিবীর বিন্দুতে
একবারে পরমাণুর লক্ষ কোটি গুণ কম পরিসরে।
যদি আমার অস্তিত্ব টিকে থাকার বিচার করো!
ফেলে দাও! সময়ের স্রোতে
লক্ষ কোটি বছরের কয়েকটি বছর
সময়ের কিঞ্চিৎ ক্ষণকাল। বলতে পারো!
চোখের পলকের সময়ের লক্ষ কোটি গুণ কম।