হাজারো চোখ তোমাকে যেভাবে দেখে
কেউ কি তোমার চোখের ভাষা শেখে?
কবি দেখে তোমার রেটিনায় জয়ীতা মায়া
সব সামলায়ে তুমি সংসার বটবৃক্ষ ছায়া।
কবির চোখ ভেতর, বাহির আরো গভীর
পত্নী, জায়া, মা,ভালবাসায় তুমি অনন্য অধীর।
তুমি স্বচ্ছ পরিচ্ছন্ন হৃদয় স্পষ্টবাদী কন্যা
রূপ লাবণ্য মনন পুঙ্খানুপুঙ্খ যেন অনন্যা।
জগত সংসারে লভিয়াছ দেবীর আসন
হৃদয় নাহি মানে অন্যায় ধরাবাঁধা শাসন।
বল তুমি কে? তোমার প্রতি কিসের এত টান
মহুত্বেই ভুলে যাই কেন এত রাগ অভিমান।
তোমার কত শত ভুল তবুও হৃদয়ে দেয় নাড়া
চোখ চোখ পড়লে হৃদস্পন্দন দেই তোমায় সাড়া।
আহারে কি মায়া মমতায় রেখেছো স্বামী সন্তান
আপন কাঁধে সব দোষ নিয়ে গাই তোমার গান।
তোমার মুখশ্রী যত দেখি, হই অবাক পুলকিত
হাসি মুখে করেছ জয় জগৎ সংসার,হওনি ভীত।