ভাবছো সব শেষ, সব শুন্য;
ভুলের মধ্যে আছো?
হিসেব করোনি এখনো পরিপূর্ণ।
টোকা দিয়ে দেখো!
তুমি মানুষ
তুমি সৃষ্টির শীর্ষে;
অসীম শক্তি বিরাজমান
তোমার শৌর্য বীর্যে।
হও স্থীর , হও ধীর
তুমি মানুষ, তুমি মহাবীর।
তোমার অনিষ্ট করবে যারা
তারা মানুষ নয়, অমানুষ তারা।
যা দেখছো, ঠিক তোমার মতই;
ভাবো সব তুচ্ছ, গর্জন দিক যতই!
অমানুষেরা শুধু মানুষের অবয়ব;
তোমার নয়, ধ্বংস ভয় তাদেরই সব।
তোমার হাহাকার, দঃখ, নিরাশা সব মিছে?
সামনে তাকাও, সব ফেলে দাও পিছে?
আকাশের তারাগুলোর দিকে তাকাও?
যুদ্ধ ঘোষণা করেছে,
মেঘের সাথে, দেখতে কি পাও?
অমানুষের তরে, যদি কিছু হারাও
পিছপা নয়,সামনে পা বাড়াও।
মানুষ তুমি
তুমি সৃষ্টির শীর্ষে;
অসীম শক্তি বিরাজমান
তোমার শৌর্য বীর্যে।
যা তোমার হারিয়ে যাবে;
অসীম সাহসে ফিরে পাবে
ভিন্ন রুপে, ভিন্ন ভাবে।