মানুষ খুলো! তোমার আঁখি
চোখভরে দেখো!
রহস্যময় এক পাখি।
পাখির ইংরেজি নাম সোয়ালো;
বহু জ্ঞানী এ পাখি থেকে
পেয়েছে জ্ঞানের আলো।
গাছের কোটর, গোলাঘর, আস্তাবল
কোথায় তার বাস এখনো বিহ্বল।
জলাভূমির কাছাকাছি
থাকতে ভালোবাসে;
শীতকাল ঘুমিয়ে কাটায়
নাকি নদীর তলদেশে।
শীত পড়লে ইউরোপ, আমেরিকা
ত্যাগ করে দীর্ঘ পথ দেয় পাড়ি;
পশ্চিম দক্ষিণ আফ্রিকা
উষ্ণ অঞ্চলে তার জন্মস্থান বাড়ি।
ছোট্ট মস্তিষ্ক কি নিখুত নিশানা
এখনো মানুষকে ভাবায় ;
আশ্চর্য! নেই কোনো রাডার
তবু কখনো পথ না হারায়।
এ পাখি নাকি চাঁদে যায়, পানিতে ঘুমায়
তাদের বিস্ময় ক্ষমতা দিয়েছে সাই।
ক্ষুদ্র কঙ্করাঘাতে-
ধ্বংস করেছে
আকসুম রাজ্যের -
রাজা আবরাহারের হস্তিবাহিনী;
রক্ষা করেছেন কাবাঘর
নিছক নয় কাহিনি ;
পরিযায়ী পাখির নাম আবাবিল
পবিত্র কুরআনে
আছে উল্লেখ সূরার নাম "ফীল" ।