সৃষ্টিকর্তার সংবিধান মানিতে হবে কেন?
সৃষ্টির রহস্য নিয়ে একটি ভাবনা মূলক কবিতা ।
ওহে বিশ্বের শাষক সকল?
কে তোমাদেরকে সৃষ্টি করিলো?
কার বিধান মানা অবশ্য?
আর কার বিধান মানিতেছো সদা সর্বত্র?
একটু চিন্তা করে বলো সকল শাষক গোত্র ?
কে এই আসমান জমিনকে সৃষ্টি করিলো?
কে এই পাহাড় পর্বতকে সৃষ্টি করিলো?
কে এই তরু লতা বৃক্ষকে সৃষ্টি করিলো?
কে এই মিষ্টি ফল ফলাদি সৃষ্টি করিলো?
কে এই আলো আধারকে সৃষ্টি করিলো?
কোন দেবতার পক্ষে কি?
এ সৃষ্টি করা সম্ভব?
কোন শিব ঠাকুরের পক্ষে কি?
এ সৃষ্টি করা সম্ভব?
তবে প্রশ্ন আসে কে এই সৃষ্টি করিলো?
তবে উত্তর নাও,
তোমাদের আদমকে যে সৃষ্টি করেছিলো ৷
তার বিধান মান্য করা অবশ্য সবার কর্তব্য,
তার প্রার্থনা করা অবশ্য সবার কর্তব্য,
তার বিধান ভুলে শয়তানের বিধান মানছি ,
শয়তানের বিধানে দেশ রাষ্ট্র সমাজ, পরিচালনা করছি,
এখন সময় আছে ভিড়াও জ্ঞান,
ওহে শাষক গোত্র,
সৃষ্টিকর্তার বিধান দিয়ে-
এ দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করো,
সময় ফুড়ালে যেতে হবে তার দরবারে,
কোন দিনও পাবেনা মাফ এ ভুলের জন্যে।