ওহে শাষক মহোদয় গণ ৷
তোমাদের প্রতি আমার অনুনয় আবেদন ।
একটি আকাঙ্ক্ষা মুলুক কবিতা ।


হে পৃথিবীর সকল মানুষ জনে,
হে পৃথিবীর সকল শাসক গণে,
জেনে নাও তোমরা,
সকল সমস্যার সুষ্ঠ নিরাপদ সমাধান,
দিতে পারে সৃষ্টিকর্তার সংবিধান৷
তাই বিশ্বের সকল রাষ্ট্র প্রধান গণে,
সৃষ্টিকর্তার সংবিধান দিয়ে,
করো রাষ্ট্র পরিচালনে ৷

দেশের সকল অশান্তি,
হয়ে যাবে নিরাময়ে,
সৃষ্টিকর্তার সংবিধান ব্যাতিরেখে,
কোন কিছু সম্ভব নহে৷

তার বাস্তব প্রমাণ নাও তোমাদের কাছে,
তোমরা কত আইন রচনা করলে,
কোন আইন কি পেরেছে?
দেশের শান্তি শৃংখলে?

এ থেকে কি?
তোমাদের ফিড়েনা চেতনে?
আরো কত কাল থাকবি?
ধ্বংস কারী আইনের পিছনে?
এখনেই এসব আইন,
সমাজ থেকে উৎখাত কর,
সৃষ্টিকর্তার আইন দিয়ে,
রাষ্ট্র পরিচালনা করো ৷

সৃষ্টিকর্তার আইন ব্যতিত?
কখনই শান্তি আসবেনা,
কেন নিজ হাতে করছো?
দেশের ক্ষতি সাধনা?

তোমরা নাকি  সবাই বাহমান?
দেশে শান্তির তরে?
তবে কেন সঠিক সুত্রে?
দেশ চালাইতেছোনা?
কি সমস্যা তোমাদেরে?

সঠিক সুত্র ছাড়া কি?
কেউ কখনো অংক মিলাতে পেরেছে?
সঠিক সুত্র ছাড়া কি?
কেউ কখনো রোগ নির্মুল করতে পেরেছে?
অযথা কেন করিতেছো সময় নষ্ট?
অযথা কেন করিতেছো দেশের সম্পদ ধ্বস্ত৷

কোন লাভ হবেনা আরো ক্ষতি বাড়বে,
যেমন ক্যান্সার রোগে ক্ষতের দাওয়া দিলে,
ভালো হয়না কিছুতে৷
যদিও হলো ঐ ক্ষত ক্যান্সারের মূল উৎপত্তি,
তবে ঐ ক্ষত ব্যাপক শক্তি অর্জন করে-
হয়েছে ক্যান্সারের বসতি৷

তাকে আর সাধারণ ফর্মুলা দিয়ে,
নিধন করা যাবেনা,
তাকে  নিধন করিতে হলে,
এন্টিবায়েটিক ছাড়া হবেনা ।

অনেক দিক নির্দেশনা  দিলাম তোমাদেরে-
এবার ভেবে দেখ সঠিক সুত্র ছাড়া কি?
দেশ হবে শান্তির তরে ৷
কেন খামাকা করিতেছো সময় নষ্ট?
আজি সৃষ্টিকর্তার সংবিধানে,
পরিচালনা করো রাষ্ট্র।