না ফেরার দেশে কোন একদিন।


না ফেরার দেশে কোন একদিন-
পাড়ি দিতে হবে পাড়ি দিতে হবে,
সেদিন সবাই স্মৃতি গুলি ভেবে-
কেঁদে কেঁদে রবে, কেঁদে কেঁদে রবে।
পারবে না কেউ কাউকে রাখতে-
বিরহী মাতমে সবাই কাঁদবে।

কবর হবে সাথী নেকী হবে বাতি-
পাপী হলে পাবি না,
লাঞ্চনার জীবন অবিরত দহন,
দাহ হবে বিছানা।
এসো ভাই স্বজন করি সম্বল এখন,
মরণ তো হবে ঠিকানা।

বাবা মা আর ভাই বোন-
হবেনা কেউ আপন,
ছেলে মেয়ে আর সোনা দানা-
হবেনা কেউ স্বজন।
যাদের লাগি  হইলে  দেওয়ানা।
সব কিছু ছেড়ে শূন্য হাতে পরে,
যেতে হবে কবর ঠিকানা।