কবিতার শিরোনাম,
মৃত্যু একদিন ৷
কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচনা ৷
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা,
মৃত্যু একদিন মুছে দিবে রে তোমার,
সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা ৷
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা ৷
মৃত্যু একদিন মুছে দিবে রে তোমার,
সকল যাতনা বেদনা দুঃখ দুরাশা
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা।
সুখে রে লাগিয়ে করেছো তুমি কত-যে,
অনুনয় আর্ত হাহাকার আরাধনা,
দিবা নিশি তুমি সকল কিছু ভুলিয়ে,
করেছিলে শত কঠিন ত্যাগ সাধনা।
অতর্কিত ভাবে মৃত্যুর আজরাঈল,
ভেঙ্গে দিলো সব আশা আকাঙ্ক্ষা কামনা ৷
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা।
পরে রবে তুমি নিস্তব্ধ মাটির ঘরে,
পরে রবে তুমি নিস্তব্ধ একাকি ঘরে,
পাপী হলে তবে কেটে যাবে বিষণ্ণতা,
সহসা করিবে আবার মৃত্যু কামনা ৷
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা ।
না ফেরার দেশে যদি যায়রে জীবন,
বিষাদের বুকে দোজখে পোড়ার মাঝে,
এর চেয়ে আর বড় ক্ষতি কি বলোনা?
পাবে কি জ্বলতে দোজখের দাবানলে?
মৃত্যু তো কাউকে কখনই ছাড়বে-না,
হায়রে মানুষ মৃত্যুই শেষ ঠিকানা।
এবার কবিতাটি সরবৃত্ত ছন্দে রচনা ৷
হায়রে মানুষ মৃত্যুই তোমার
শেষ ঠিকানা,
মরন একদিন মুছে দিবে
সব কামনা,
হায়রে মানুষ মৃত্যুই তোমার
শেষ ঠিকানা ৷
মরন একদিন মুছে দিবে
সব যাতনা,
সুখের জন্যে করলে তুমি
কত আরাধনা ,
দিন রাত তুমি সকল ছেড়ে
করলে সু-সাধনা,
হঠাৎ করে মৃত্যু হাওয়া
ভেঙ্গে দিলো তোমার
সব কামনা আর বাসনা ৷
হায়রে মানুষ মৃত্যুই তোমার
শেষ ঠিকানা।
পরে রবে শুন্য ঘরে,
পরে রবে মাটির ঘরে,
পরে রবে একটি ঘরে,
পরে রবে কুটির ঘরে,
পাপী হলে কেটে যাবে
তোমার কত যে যন্ত্রনা,
বারবার চাবে তাদের কাছে
চির মৃত্যু যে কামনা ৷
হায়রে মানুষ মৃত্যুই তোমার
শেষ ঠিকানা।
না ফিরিয়ে আসার দেশে
যদি যায়রে তোমার জীবন
জাহান্নামের মাঝে,
জ্বলে পুরে অঙ্গার হয়ে।
এর চেয়ে আর? বড় ক্ষয় কার?
ভেবে তুমি দেখ্না?
পাবে কি তব নরকে জ্বলতে?
মরণের জম কারো ছাড়বে-না ৷
হায়রে মানুষ মৃত্যুই তোমার
শেষ ঠিকানা ৷
এবার কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচনা ৷
হায়রে মানুষ মৃত্যু তোমার আসল ঠিকানা,
মরণ যেদিন আসবে তোমার মুছে দিবে সব,
আশা আকাঙ্ক্ষা৷
হায়রে মানুষ মৃত্যু তোমার আসল ঠিকানা,
মরণ যেদিন আসবে তোমার মুছে দিবে সব,
জ্বালা যন্ত্রণা৷
সুখের লাগিয়ে করেছিলে তুমি,
কত যে কামনা,
দিন রাত তুমি সব কিছু ভুলে,
করেছিলে কত,
কষ্ট ক্লেশ শ্রম সাধনা ৷
হঠাৎ করেই মৃত্যু হাওয়া,
ভেঙ্গে দিলো সব আশা আকাঙ্ক্ষা ৷
হায়রে মানুষ মৃত্যু তোমার আসল ঠিকানা,
মরণ যেদিন আসবে তোমার মুছে দিবে সব,
আশা আকাঙ্ক্ষা৷
পরে রবে তুমি মাটির ভিতরে,
পরে রবে তুমি একাকি ঘরে তে,
পাপী হলে যাবে তোমার জীবন,
যাতনার মাঝে, কষ্টের মাঝে,
সহসা করিবে আবার তুমি যে
মৃত্যু কামনা, মৃত্যু কামনা ৷
না ফেরার দেশে যদি চলে যায়,
তোমার জীবন দোযখের মাঝে,
এর চেয়ে আর বড় ক্ষতি কার?
ভেবে যে বলোনা ?
পাবে কি থাকতে দোযখের বুকে?
মরণের জম কারো ছাড়বেনা ৷
হায়রে মানুষ মৃত্যু তোমার আসল ঠিকানা,
মরণ যেদিন আসবে তোমার মুছে দিবে সব,
আশা আকাঙ্ক্ষা৷