ধিকে ধিকে ঝড় উঠে, এ হৃদয়ের অন্তঃমূলে !
ধিকে ধিকে ঝড় উঠে, এ হৃদয়ের অন্তঃমূলে !
কার কাছে স্থান পাবে, এ বাংলার জন কুলে?
কার কাছে স্থান পাবে, এ বাংলার অর্থ সম্পদে?
কার কাছে স্থান পাবে, এ বাংলার ভূমি মানচিত্রে ?
সবারে একটি স্থান আছে, নিরাপদ স্থানে,
এদের নিরাপদ স্থান কোথায়? বলোনা মোর দেশের প্রধানে?
এরা তো বিলীন হবেই, এরা যে বাধন হীন পুষ্পের মতনে,
আর কে -বা না চাবে এমন মায়াবী মাধুর্য মনোহরিনে?
বৃহৎ ধ্বংসের প্লাবন তোমাদের সামনে,
এখনো সময় আছে ফিরে আসার পথে।
তা নাহলে আবারও নেমে আসবে লাঞ্ছনার শিকায়,
আবারও সব কিছু হারিয়ে যাবে পূর্বের মতনায়।
এ পতনের জন্যে তোমরা নিজে দায়ী সকলে,
ফল তো তাই পাবে যা করবে সঞ্চয়ে সকলে মিলে।
সামান্য ভুলের কারণে হবে গোটা জাতির বিনাশ,
গোলাম বেশে থাকতে হবে আবারও অনন্ত মাস।
আবারও এই শ্যামলা বনে বাধবে চৈত্রের খড়া,
আবারও এই নীল সাগরে ভাসবে রক্তের ফোয়ারা।
চেতনা ফিরে নাও ওহে বাংলার মহোদয়েরা,
এ বাংলাকে নিরাপদ দেশ করো-
আর থাকনা স্বীয় স্বার্থে বিভোর হইয়া।
আবারও কি চাও ওহে? এ বাংলার ভুমিতে রক্তের হুলিয়া?
তবে কেন নিরব আছো? স্বীয় স্বার্থে বিভোর হইয়া?