আমাদের রক্তের স্বাধীনতা ৷
ছন্দ মাত্রাবৃত্ত (মুক্তক রীতি)
স্বাধীনতা, আমাদের রক্তের স্বাধীনতা,
স্বাধীনতা, আমাদের জীবনের স্বাধীনতা,
স্বাধীনতা, আমাদের স্বপ্নের স্বাধীনতা,
স্বাধীনতা, আমাদের ভাবনার স্বাধীনতা,
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
এ স্বাধীনতার জন্যে আমরা
দিয়েছি মেলিয়ে রুধি রক্তের ফোয়ারা,
জীবন বাজী রেখে যুদ্ধ করে
ছিনিয়ে এনেছি বিজয়ের মালা ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা,
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
আমাদের এই রক্তঝরা স্বাধীনতা
অজস্র সম্ভ্রম সতীত্ব বিলীন করে কেনা,
আমাদের এই রক্তিম লাল পতাকার তলে
মিশে আছে অজস্র গুণীজনের রক্ত শিরা,
তাদের অজস্র রক্ত দানের বিনিময়ে
আমরা পেয়েছি এ-স্বাধীনতা ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা,
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
স্বাধীনতার সেই করুণ বিভীষিকাময় সময়ে
আকাশ বাতাস নিস্তব্ধ হয়েছিলো,
শতশত মানুষের কান্নার ধ্বনিতে
শোকের মাতম নেমেছিলো ৷
এমন করুণ অসহ্য জ্বালা যাতনার মাঝে
মানুষের প্রতিটি সময় পার হয়ে গেছে ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা,
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
স্বাধীনতার সেই করুণ রক্তঝরা রাতে
চারিদিকে ছিলো মৃত্যুর শোকাহতে,
কেউ আসেনি কারো পাশে
সকলেই মৃত্যুর ভয়ে ঘরের কোণে
মৃত্যুর প্রহর গুণে-গুণে কাটিয়েছে ৷
কাক শকুন আর শিয়াল গুলো
তাজা-তাজা প্রাণগুলো ছিঁড়ে নিয়ে খেয়েছে ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা,
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
স্বাধীনতার সেই করুণ বেদনাতুর সময়ে
সকলের মাঝে ছিলো হাহাকার আর আর্তনাদে,
ক্ষুধার জ্বালায় অনেকেই কেঁদেছিলো করুণ ভাবে
কেউ পায়নি কারো কাছে একমুঠো অন্ন ভাতে ৷
সেই ক্ষুধার জ্বালায় অনেকেই পৃথিবীর প্রান্ত থেকে
চিরকালের তরে বিদায় নিয়ে গিয়েছে ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা,
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷
স্বাধীনতার সেই করুণ দুর্যোগময় সময়ে
কারো মনে ছিলোনা সুখের হাসি,
সকলের জীবনগুলো কেটেছিলো
দুঃখ কষ্টের মাঝে প্রতি দিবানিশি ৷
সকলের জীবনের মাঝে ছিলো আতংক বিরাজমান
এমনি করুণ অবস্থায় তারা কাটিয়েছে জীবন প্রাণ ৷
ভুলবোনা ভুলবোনা ভুলবোনা
আমাদের স্বাধীনতা কিছুতেই ভুলবোনা ৷