অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে সামান্য কিছু কথা ৷


অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধস্বর গুলো শব্দের শুরুতে এবং মধ্যখানে এক মাত্রা পায়, যেমন আনলো, বললো, দেখলো, খাইলো, খাজনা, বাজনা, খেলনা, দোলনা, চিমটি, নামটি, খামটি, গুমটি, হাওয়া খাওয়া, দাওয়া, পাওয়া, চাওয়া, বাংলা, জংলা, দোংলা, হেংলা, এভাবে তিন বর্ণ বিশিষ্ট শব্দে সামনে যত গুলোর বদ্ধস্বর আছে সেগুলো ২ মাত্রা পায়, কিন্তু লেখক ইচ্ছে করলে সে গুলোকে ৩ মাত্রা দিতে পারে, তবে সম্পূর্ণ কবিতায় ১ নিয়ম থাকতে হবে, একটি কবিতার মধ্যে বদ্ধস্বর শব্দের শুরুতে এবং মধ্যখানে কোথাও ১ মাত্রা আবার কোথাও ২ মাত্রা দেওয়া যাবেনা, আমার ধারণা এবং বিশ্লেষণ এটাই, জানিনা আপনাদের ধারণা কি? সবাই নিজের মতামত প্রকাশ করি, হয়তো এতে আমরা সবাই কিছু জানতে পারবো এবং নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারবো ৷
তবে ব্যতিক্রম হলো হাওয়া,খাওয়া, দাওয়া, পাওয়া, চাওয়া, বাংলা, জংলা, দোংলা, হেংলা, এই ধরণের শব্দ গুলোকে অক্ষরবৃত্ত ছন্দে অনেকেই ২ মাত্রার উপর বেশি জোরদার দিয়েছেন ৷
তবে এ বিষয় নিয়ে আরও বেশি বিশ্লেষণ হওয়ার প্রয়োজন আমি মনে করি ৷