আকাঙ্ক্ষা

ভোর হয় কিরণ জাগে-
বাধে বুকে আকাঙ্খা?
হয়তো আজিকার বেলা টা-
যাবে শান্তিতে ঢাকা।

নহে আমার এ আশা আকাঙ্খা-
রক্ত স্রবে মাতাল শত জনতা,
কি করে হবে দেশে উন্নয়ন ?
কি করে হবে দেশে নব্য প্রজনন ?

হতাশায় ভেসে যায় বুক-
একি স্বাধীনতার রূপ ?
নিবর চিত্তে ভাবে রে মন-
কেন আমি এখন চুপ ?

কারে বলিব এ দুখের কথা-
সবাই যে স্বীয় ভোগ বিলাসিতা,
বিষাদী মন তাই কাতর হইয়া-
চায় যে বিদায় কায়া।

কবে আসিবে আবার কবি ?
মুছে দিবে দুখের নদী,
কাতারে পুড়া জীবন যাহার,
ফিরে পাবে সুখের জোয়ার।

কবে হবে রে এমন নীতি ?
হাসিবে গোটা জাতি,
উদাসী চিত্তে পাখির গীতে-
গাইবে সুখের গীতি।।