গরীবের ডাঃ জাফরুল্লাহ
মো ঃ মামুন মোল্যা
অর্থ সম্পদ ছিল অঢেল
কম ছিলনা কিছু,
গগন ছোঁয়া মন ছিল তার
মা ছিল তার পিছু।
গগন চাঁদ চাইনি হাতে
ছুটছে তার পিছু,
হিমালয় পর্বত করতে বিজয়
লাগে না তার কিছু।
মায়ের খোকা ভিন দেশে
ডাকে বাবা আয়,
সবুজ দেশের মানুষ মারছে
চিকিৎসা দিবে তাই।
মায়ের ডাকে দেশের টানে
এসে দেখে কত,
মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া
ক্ষত শত শত।
পল্লি তে সে গড়ে তোলে
চিকিৎসা কেন্দ্র,
ক্ষত-বিক্ষত মুক্তিযোদ্ধা
পেল যেন চন্দ্র।
তাদের হাতে দেশটি স্বাধীন
দেখলে অপরাধ,
কেঁদে উঠিত হৃদয় তার
করত প্রতিবাদ।
সারা জীবন সোনার জীবন
রেখেছে গাছ তলায়,
মরনে হাসো তুমি জান্নাতি হাসি
মোরা কেঁদে নয়ন ভাসায়।
লেখা, ১৩-৪-২৩