জাগো মায়ের নওজোয়ান
মোঃ মামুন মোল্যা
চারিদিকে; দাও দাও আগুন!
শত শত বাঙালি গুম খুন;
কোটি কোটি উদর পুড়া কেহ,
অঙ্গ পুড়া দেহ, হৃদয় পুড়া গন্ধে
এই কবিতায় ছন্দে ছন্দে
মালা গাঁথা বেদনার দ্বন্দ্বে
কোটি কোটি বাঙালি করেছে কাঙালি।
ভাত জোটে না তিন বেলা
দেশের মানুষ দিশাহারা;
গগন থেকে মারছে ছোবল
লাল রক্ত হইল নিল!
মুক্ত মাটি রক্তে ঘোর
সময় তাদের প্রভাত দোর।
কারণ?
মা মাটির রক্ত চুষে
উড়াল দিবে ইউরোপে
দেশটা করে দেউলিয়া,
আরো কেঁদে কেঁদে খিদে খিদে
চিৎকার চারিদিকে,
আকাশে বাতাসে বাজিবে কিন্তু
রিক্তের বীন
ঋণের দায়ে বিদেশি থাবায় ছন্নছাড়া
তখন কেমনে রুখিবে?
সময় এসেছে মায়ের নও জোয়ান
দেশের জন্য লাগাও যৌবন
উত্তপ্ত করে তোলো রক্ত
রুখে দাড়া ও আসিবে ফাগুন।
লেখা ২০-১০-২৩
ঢাকা