আমাদের গ্রাম বাংলা
মোঃ মামুন মোল্যা
স্বাধীন বাংলা মোদের গ্রাম
সবুজ ঘেরা দেশ,
শস্য শ্যামল মাঠ ভরা ধান
সুখের নেইকো শেষ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ওই না মধুর সুরে,
ছুটে আসে নানা পাখি
সন্ধ্যা নেইকো দুরে।
হাসনাহেনা আর কামিনী ফুল
সৌরভে রোমাঞ্চিত মন,
রোজ সকালে পাখির ডাকে
ভাঙ্গে মোদের শয়ন।
লেখা ১৯-৩-২৩