আজাদ
মো ঃ মামুন মোল্যা
মায়ের চোখে বৃষ্টির ধারা -
হে স্বাধীনতা!
তোমায় পেতে বড্ড দিশাহারা।
বোন কে নিছে পাক-বাহিনী দল
সম্ভ্রম নিছে লুটে !
নদীর জলে লাশ করছে টলমল।
নব-বধুর অঙ্গে জড়ানো হলুদ শাড়ি
রক্তাক্ত স্বপ্ন!
চির-নিদ্রার সাগরে দিছে ছাড়ি।
তোমায় পেতে হে স্বাধীনতা!
যুদ্ধে গেছি;
আপন দের স্নেহ ত্যাগ করেছি।
যুদ্ধে রক্ত প্রাণ নেওয়া-দেওয়ার ছড়াছড়ি;
আতঙ্ক! কি হতে কি হয়?
যুদ্ধ শেষে দেশ হাতে শত দুঃখ লয় করেছি।
লেখা ১২-৩-২৩