ফুল পাখিদের বসন্তে
মোঃ মামুন মোল্যা
কৃষ্ণচূড়ার আগুন ঝরা,
রূপের ছড়াছড়ি
কোকিলের মিষ্ট গানে,
চলছে বাহাদুরি।
আলতা মাখা পলাশ ফুল
ফুটছে ভরি ভরি
গাছ তলাতে ঝরা ফুল
ঝুলছে হয়ে কানে দুল।
রক্ত রাঙা শিমুল ফুল
ডাকছে পাখি কত দূর
হলদে পাখি এলো উড়ে
বসে ডাকে কুরকুর।
রাতচরা গভীর রাতে,
করছে ডাকাডাকি,
কামিনী ফুলের সুগন্ধে,
প্রকৃতি করে মাতামাতি।
লেখা ২০-২-২৩