আটই ফাল্গুন
মো: মামুন মোল্যা
সারা রাতে ঘুম নেই কখন হবে ভোর?
কোয়েলের কুহুতানে খুলিবো দোর।
গাঁদা পলাশ শিমুল কৃষ্ণচূড়া ডালে,
শহিদ রক্তের স্মৃতি মর্মে অগ্নি জ্বালে।
আটই ফাগুন এলে মনে পড়ে যায়,
সালাম বরকত তোমাদের ভুলি নাই।
রিতা সিতা রহিম করিম মস্ত ব্যস্ত সবে,
পুষ্পমাল্য অব গেঁথে রাখতে হবে।
পুষ্পমাল্য হাতে করে হাঁটি খালি পায়,
শহিদ মিনারে তোমাদের সম্মান জানায়।
লেখা ৮-২-২৩