কেউ ভালোবেসে আঁকড়ে ধরার প্রতিশ্রুতি দিয়ে,
না পাওয়া অবধি লড়াই করে যায়।
কেউ এই তীব্র ভালোবাসাকে ভুলে গিয়ে,
অন্য কারো হাত ধরে সুখ খুঁজে পায়।
কেউ অতি সহজে ভালোবাসার পূর্ণতার সুযোগ পেয়েও,
নানান অজুহাতে ছেড়ে চলে যেতে পিছপা হয় না।
কেউ আবার ভালোবাসার পূর্ণতা দিতে
সব ছেড়ে চলে যেতেও দ্বিতীয়বার ভাবে না।

কেউ আছে বারবার ভুল ক্ষমা করেও ভালোবেসে যায়,
আবার কেউ আছে সামান্য ভুলেই বিচ্ছেদের দ্বারপ্রান্তে পা বাড়ায়।
রাগ-অভিমান ভুলে একজন বারবার ফিরে আসে,
আবার রাগ অভিমান যত্ন করে অপর একজন ঘৃণার জাল বুনে।

বড্ড ব্যস্ততার ভিড়েও কেউ ভালোবাসার মানুষকে খুঁজে নেয়,
অবসরে থেকেও কেউ আবার ভুলে থাকার বাহানা করে যায়।
ভালোবাসার মানুষকে হাসতে দেখে কারো হৃদয় প্রশান্ত হয়,
ভালোবাসার মানুষকে কাঁদানোই আবার কারো নিত্যদিনের অভ্যাস।

আসলে এর নামও ভালোবাসা বলা হয়,
কিংবা ভালোবাসা এমনই হয়।