সবাই বলে চাঁদ সুন্দর
আমিও তাই বলি,
তবে তোমার দিকে তাকালে
তোমায় সুন্দর বেশি দেখি।
সবাই বলে ফুল সুন্দর
আমিও তাই বলি,
তবে তোমার ঠোঁটে ফুলের
চেয়েও সৌন্দর্য আমি বেশি দেখি।
সবাই বলে কোকিলের কন্ঠ মিষ্টি
আমিও তাই বলি,
তবে তোমার কন্ঠে ভালোবাসার
সুর যে আমি শুনি।
সবাই বলে গোলাপের পাপড়ি সুন্দর
আমিও তাই বলি,
তবে তোমার চোখের পাপড়ি
আমি আরও সুন্দর বেশি দেখি।
সবাই তোমায় করবে তুলনা
নানান কিছুর সাথে,
তবে আমি করি তুলনা তোমায়
তোমার রূপের সাথেই।