তোমার উড়া কেশের তালে
আমার মনে ছন্দ জাগে,
কেশের কালো রূপ দেখিলে
মেঘেরা হারায় ভীষণ রাগে।

তোমার চোখে আলোর রেখা
লুকিয়ে তাতে অনেক কথা,
আমি সেথায় প্রণয় দেখি
ভুলিয়ে দাও শত ব্যথা।

তোমার মুখে চাঁদের ছায়া
নিশীথে ছড়ায় মিষ্টি আলো,
চাঁদের মতোই ভীষণ শোভন
ঘুচিয়ে দাও সকল কালো।

তোমার ঠোঁটে গোলাপ ফুটে
বলে মনের কত ভাষা!
ফুলের মতো সুবাস ছড়ায়
তোমার ঠোঁটের বাঁকে ভালোবাসা।

তোমার হাসির ঝিলিক দেখে
সূর্যের আলোর দেখা মেলে,
তোমার হাসির বড্ড মায়া
আমার দুঃখ মুছে ফেলে।