তোমারও পরশে মাতিবে মন
লাগিবে প্রেমের দোলা,
তোমারও তরে আমারও মনের
রঙিন দরজা খোলা।
তোমারও পরশে বাজিবে গান
ফুটিবে প্রেমের আলো,
আঁধার কাটিয়ে তোমারও পাণে
বাসিবো অনেক ভালো।
তোমারও পরশে ফুটিবে ফুল
ছুটিবে নানান পাখি,
তোমারও শিয়রে জাগিয়া আমি
দেখিবো মায়াবী আঁখি।
তোমারও পরশে হাসিবো আমি
আলোয় ভরিবে ঘর,
ধরার মাঝে বাঁচিবো দু’জন
উঠিবে সুখের ঝড়।