ভালোই হইছে দূরে গেছো
কাছে থাকলে তোমার প্রতি
আমার প্রেম আরও বাড়তো।
তোমার অবহেলার মাত্রা বাড়তো।
আমার কষ্টের পাহাড় আরও
উঁচু হতে থাকতো।
তোমার অবহেলার মাত্রা আমাকে
ক্লান্ত করে ফেলেছে।
নিজেকে এখন আমার
অচেনা অচেনা লাগে।
কাছে থাকলে আমি শেষ
হয়ে যাওয়ার প্রস্তুতি নিতাম।
ভালোই হইছে দূরে গেছো।
থেকে যাও!
এই একটি শব্দ তোমাকে
শতবার বলা হয়েছে।
তুমি এই কথাটি বুঝতে চাওনি।
উল্টো অবহেলার মাত্রা বাড়িয়েছো।
ঝড়ের মধ্যে আমাকে আলোহীন
সাগরে সাঁতরাতে শিখিয়েছো।
কূল আজও পাইনি।
তুমি তো বেশ আছো!
আমাকে অবহেলা করার মাঝেই
তোমার সীমাহীন সুখ ছিল।
আমি বুঝতে পারিনি।
তুমি বুঝতে দেওনি।
তুমি নীরবে সুখ আহরণ করেছো।
ভালোই হইছে দূরে গেছো।
কাছে থাকলে আমার কষ্ট বাড়তো।
দূরে গিয়ে আমাকে মুক্ত করেছো।
তুমি সুখী হয়েছো।
স্মৃতিগুলো আমার কাছে জমা রেখেছো।
ভালোই হইছে দূরে গেছো।
কাছে থাকলে আরও স্মৃতি জমা হত।
আমার দুঃখের মাত্রা বাড়তো।
ভালোই হইছে দূরে গেছো।