বৃষ্টি হয়ে এসো তুমি আমার আঙিনায়
ক্লান্তিমিশ্রিত শরীর ও মনকে
শীতল করতে এসো প্রশান্তিময় ফোটায়।
তোমার স্পর্শে ক্লান্তিরা দূর হয়ে প্রশান্তি হবে সৃষ্টি
অতঃপর আমি রাখবো- তোমার নাম বৃষ্টি।
খরার মাঝে ব্যাকুল হয়ে যেমন করে বৃষ্টি চাই
অস্থির মনে উদগ্রীব হয়ে বৃষ্টির মতো তোমায় চাই।
বৃষ্টি বলে ডাকলে তবে সারা দিও হেন,
বৃষ্টির মতই অঝোর ধারায় নেমে এসো যেন।
বৃষ্টি যেমন শান্ত করে হাওয়ায় উড়া ধুলি,
আমায় তুমি শান্ত কর যেন, অভিমান সব ভুলি।
তোমার অঝর আদর দিও বৃষ্টির মতো ঢেলে
স্পর্শতায় ভিজবো আমি ব্যাকুলতা ভুলে।
বৃষ্টি দেখে কোলের শিশু হাত দুটি দেয় বাড়িয়ে
তেমনি করে তুমি এলে রাখবো মায়ায় জড়িয়ে।
তোমার চোখের অব্যক্ত ভাষায়
হাসবে আমার দৃষ্টি,
বৃষ্টি হয়েই এসো তুমি তোমার নাম বৃষ্টি।