পাখিরা আমায় বলছে ডেকে তোমার হাসির কথা
তোমার হাসি দেখলে তাদের জুড়ায় মনের ব্যথা।
আমার ব্যথা ঘুচাবে তুমি তোমার হাসি দিয়ে,
তোমার হাসি আপন করে বাঁচবো তোমায় নিয়ে।
ফুলেরা তোমার হাসি দেখে বলছে আমায় ডেকে
লাজুক হয়ে লুকায় তারা অপরূপ হাসি দেখে।
তোমার হাসির ঝলক দেখে তারারা জমায় ভিড়,
গাছের ডালও মুচকি হেসে ছায়া দেয় সুনিবিড়।
বইয়ের পাতা খুলে দেখি তোমার হাসি ভাসে
আজব এই হাসি দেখে বর্ণরাও হাসে।
তোমার এই হাসির টানে কবিতা সাজে ছন্দে,
মায়াবী ঐ হাসি দেখে শব্দেরা নাচে মহানন্দে।
বায়ুর সাথে আসছে মিশে তোমার রাঙা হাসি
মিষ্টি রাঙ্গা হাসি যে আমি বড্ড ভালোবাসি।
আমার দেহেরে ক্লান্তি যত ফিরব জমা রেখে,
শ্রান্তিতে সব মিটবে শেষে তোমার হাসি দেখে।