অবুঝ মনের গহিনে তুমি
সাড়া দিয়ে যাও সারাবেলা,
দিন বা রাত কাটাই আমি
তোমায় ভেবে একেলা একা।
তাই তো আমি চেয়েছি তোমায়
সাজাতে আমার হৃদয় উঠান,
এসো আবার, বসো পাশে
কাটাবো জনম ভালোবেসে।
ভাবতে তোমায় চাইনি শুধু
আপন করে পাবো তাই,
হৃদয় জুড়ে তোমারই ছবি
আজও আমি এঁকে যাই।
তোমার তরে পাঠাবো চিঠি
তাই তো আমি লিখি,
খুলে যদি দেখো তা-ই
জুড়াবে তোমার আঁখি।
ভালোবাসার সুপ্ত ছোঁয়ায়
তোমায় আমি খুঁজে বেড়াই,
কাছে বা দূরে থেকেও
তোমায় পেতে হাত বাড়াই।
তোমার চোখের দৃষ্টি পেতে
ফিরি আমি সারাক্ষণ,
তবুও তোমার মন জুড়াতে
ছুটবো আমি আমরণ।