তোমাকে দেখার পর
আমার সমস্ত পৃথিবী বদলে যায়,
যেন রোদ উঠে যায় সেই জানালায়,
যেটা বছরের পর বছর ধুলোতে ঢাকা ছিল।
তোমাকে দেখার পর
আমি আর আগের মতো থাকি না—
শব্দগুলো অন্যরকম লাগে,
হাওয়ার টান যেন গানের মতো বাজে।
তোমাকে দেখার পর
একটা অজানা প্রশান্তি আমার চারপাশে ঘুরে বেড়ায়।
যেখানে আমার ক্লান্তি গলে যায়।
তোমাকে দেখার পর
প্রতিটি বিকেল সোনালি রঙ নেয়,
প্রতিটি গোধূলি এক অভিসারের নাম হয়ে দাঁড়ায়।
তোমাকে দেখার পর
আমি আর নিঃসঙ্গ নই,
আমি আমার ভেতরের শূন্যতা পূর্ণ হয়ে যেতে দেখি।
তোমাকে দেখার পর
জীবন জটিল মনে হয় না আর,
বরং সহজ হয়—
যেন সব ব্যথা এক মুহূর্তে থেমে যায়।
তোমার একটা চাহনি,
একটা মৃদু হাসি,
আমার দিনটাকে রঙিন করে দেয়।
তোমাকে দেখার পর
আমি কবিতার মতো হয়ে যাই—
নিঃশব্দ, গভীর।
তোমাকে দেখার পর
আমার চারপাশে সবকিছু অর্থবোধক হয়ে ওঠে—
বৃষ্টির শব্দ, পাখির ডাক,
আরো স্পষ্ট, আরো সংবেদনশীল।
তোমাকে দেখার পর
আমার ভেতরটা শান্ত হয়,
যেন কোনো যুদ্ধ শেষ হয়ে গেছে।